হুল দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকপুরে

নিজস্ব সংবাদদাতা,সেখ রিয়াজুদ্দিন: বীরভূমের লোকপুর থানার আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর গ্রামে খয়রাশোল মুুলুক জুয়ৌন মহল এর পরিচালনায় এবং গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড ও গঙ্গারামচক এন্ড গঙ্গারামচক ভাদুলিয়া কোল মাইনস এর সৌজন্যে ১৬৭ তম সিধু কানু ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস ও ৩০শে জুন হুল মাহা উপলক্ষে গতকাল ৪ ঠা জুলাই থেকে শুরু হয় দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    মঙ্গলবার চুড়ান্ত পর্যায়ের খেলায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জয় মা দুর্গা ফুটবল দল বিজয়ী এবং উখড়া লাইফ লাইন ফুটবল দলকে বিজিত ঘোষণা করা হয়। বিজয়ী দলের হাতে ট্রফি সহ চল্লিশ হাজার টাকা এবং বিজিত দলের হাতে ও ট্রফি সহ ত্রিশ হাজার টাকা তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথিবর্গের হাত দিয়ে। এছাড়াও ম্যান অফ দি ম্যাচ,বেষ্ট প্লেয়ার,বেষ্ট গোলকিপার এবং চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের ও মেডেল, জার্সি, প্রদান করা হয়।

    এদিন মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন খেলায় শরীর গঠন হয়,নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, সংঘবদ্ধ জীবন,মন মানসিকতা ভালো থাকে। মোবাইল ছেড়ে খেলার মাঠে আসার জন্য যুবকদের প্রতি আহ্বান জানানো হয়।মঞ্চে উপস্থিত ছিলেন ডি এস পি (হেডকোয়ার্টার) মোহতাসিম আখতার,লোকপুর থানার ও সি সন্তোষ ভকত, G M PL আধিকারিক সন্দীপ দত্ত,সমাজসেবী কাঞ্চন দে, মনোজ মন্ডল,সিরাজ খাঁ,নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা গন এবং খেলা পরিচালক মন্ডলীর সক্রিয় সদস্য রবিলাল হেমরম, শিবলাল মুর্মু,জয়দেব মুর্মু,খাঁদু মারান্ডী সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও অগনিত ফুটবল প্রেমী।