ঘূর্ণিঝড় “যশের মোকাবেলায় প্রতিটি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারির নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত

নতুন গতি, ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় “যশ” মোকাবিলায় রাজ্য প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে। প্রতিটি ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত হয়ে আছে। উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের আধিকারিক শ্রী সুব্রত মল্লিক মহাশয় স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ অন্যান্য কর্তাব্যক্তিদের নেতৃত্বে সমস্ত রকমের বন্দোবস্ত নিয়ে রেখেছে দেগঙ্গা প্রশাসন।

    আজ বিপর্যয় মোকাবিলার জন্য প্রশাসনের তরফে কন্ট্রোল রুম এবং বিপর্যয় মোকাবিলা করার জন্য যে বাহিনী তৈরি করা হয়েছে সেখানে হাজির আছেন উক্ত ব্যক্তিগনেরা।