দিল্লীতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো

রাজু আনসারী, সুতি : দিল্লীতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ফরাক্কার তিন শ্রমিকের। মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত শ্রমিকদের নাম গোকুল মন্ডল(৪৪),  শুভঙ্কর রায়(৩১) এবং ইসরাইল শেখ(৩৩)
তাদের মধ্যে গোকুল মন্ডলের বাড়ি সামশেরগঞ্জের ধূলিয়ান পৌরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটি এলাকা এবং শুভঙ্করের বাড়ি ধূলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে। পাশাপাশি ইসরাইলের বাড়ী ফরাক্কা থানার ইমামনগর গ্রামে।

    জানা গিয়েছে, মাস দুয়েক আগে নিজ বাড়ি থেকে রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে দাদনে দিল্লীর গাজিয়াবাদে গিয়েছিলেন সামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকার গোকুল মন্ডল, বেতবোনার শুভঙ্কর রায় এবং ফরাক্কার ইমামনগরের ইসরাইল শেখ। নিত্যদিনের মতো শুক্রবারও রাজমিস্ত্রি কাজ করছিলেন তারা। সেসময় অসাবধানতাবশত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যান তিন শ্রমিক। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে সামশেরগঞ্জের পাহাড়ঘাঁটি এলাকার দুই শ্রমিকের মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। শনিবার সকাল থেকেই মৃত পরিবারগুলোতে ভিড় জমান স্থানীয় মানুষজন। সূত্রের খবর, দিল্লীর হাসপাতালে ময়নাতদন্তের পরেই দেহ বাড়ি নিয়ে আসা হবে।