বন্যপ্রাণীর সাথে ম্যানগ্রোভকে বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ বনদপ্তরের

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনার সংরক্ষীত বনাঞ্চল ভুবনেশ্বরীতে স্কুল ছাত্র ছাত্রীদের অভিনব প্রয়াস ম্যানগ্রোভ বাঁচাতে। বন্যপ্রাণীদের রক্ষা করতে কুলতলী বিট অফিসের সহয়তায় কয়েকশত স্কুল পড়ুয়া ,গৃহবধূ ও বনকর্মীদের সাথে বন্যপ্রাণী বাঁচাতে ও ম্যানগ্রোভ রক্ষা করতে হাতে প্ল্যাকার্ড নিয়ে সচেতনতার বার্তা । একাধিক প্লাকাটে বাঘ সাপ হরিণ সহ বন্য জীবজন্তুর ছবির মুখোশ পরে বেশ কিছু এলাকায় পদযাত্রায় অংশ নিতে দেখা যায়। কিছু প্ল্যাকার্ডে সামাজিক বার্তা বিশ্ব উষ্ণায়নকে প্রশমিত করতে ও ম্যানগ্রোভ কে রক্ষা করার বার্তা দিতে অভিনব প্রয়াস কুলতলীর গুড়গুড়িয়া এলাকায়। স্কুল ছাত্র-ছাত্রীদের সঙ্গে গৃহবধূরা এই প্রোগ্রামে অংশ গ্রহণ করেছিল। মূলত কুলতলী বিট অফিস সংলগ্ন গুঁড়গুড়িয়া এলাকায় একসাথে হাতে হাত মিলিয়ে স্কুল ছাত্রছাত্রীরা সচেতনতার প্লাকাট নিয়ে বনকর্মীদের সাথে ম্যানগ্রোভ বাঁচাতে র‍্যালি করল। কুলতলি বিট অফিসের বড়বাবু শামীম প্রধানও গৃহবধূ সপ্না প্রধানের কথায় বিশেষ করে এই ম্যানগ্রোভ না থাকলে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে গাঙ্গেও সুন্দরবন এলাকায় তাতে আমাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়তো। এলাকার নদী বাঁধ ভেঙে নোনা জলেপ্লাবিত হলে বিশেষ করে মাটির ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে যেত ও গৃহপালিত পশুদের শরীর সমাধি হওয়ার সম্ভাবনা থাকতো। বিশেষ করে এই সুন্দরবনের মধু মাছ কাঁকড়া অর্থকরি ফসল যার দ্বারা সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করে এবং এই এলাকার মানুষদের জীবন জীবিকা নির্বাহ হয়। প্রাকৃতিক সম্পদ গুলি বিনষ্ট হলে সাধারণ মানুষের বেঁচে থাকার মতোই অবস্থায় থাকবেনা । আর তার জন্যই আমাদের এই মুহূর্তের প্রয়াস।