|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রিলায়েন্স ফাউন্ডেশন এবং পশু দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ 15ই জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের ময়নগড় গ্রামে পশু স্বাস্থ্য চিকিৎসা শিবিরের আয়োজন করা হলোl মোট 29 জন পশুপালক এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এই পশু শিবিরে 63টি গরু এবং 49 টি ছাগল, ও 41 টি হাস ও মুরগির ভ্যাক্সিন এবং বিভিন্ন রোগের ওষুধ পত্র বিনামূল্যে দেওয়া হল। এই শিবিরে উপস্থিত ছিলেন পশু চিকিৎসক চিন্ময় বিশ্বাস মহাশয় এবং প্রাণী সেবক এবং সেবিকা। করোনার ফলে সেই এলাকার পশুপালক রা খুবই চিন্তায় পড়েছিলেন কারণ পশু পাখিদের অনেক রোগ হয়েছিল সেটার প্রতিকারের ব্যবস্থা তারা করতে পারছিলেন না। এই শিবিরে অংশগ্রহণকারী পশুপালকরা খুবই খুশি। রিলায়েন্স ফাউন্ডেশন এর থেকে উপস্থিত ছিলেন সঞ্জিত ধারা মহাশয়, তিনি পশুপালকদের কে রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বার 1800 419 8800 সম্পর্কে জানান এবং এই নাম্বারে চাষবাস পশুপালন মাসের যেকোনো সমস্যা হলে তারা যাতে সকাল 9:30থেকে সন্ধ্যে 7:30 মধ্যে ফোন করবেন।