|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, রান্নার গ্যাসের দাম 1000 টাকায় ছুঁই ছুঁই। স্বাভাবিকভাবেই বিক্রি মার খাচ্ছে। ড্যামেজ কন্ট্রোল করতে তৎপর কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বাজারে নিয়ে আসা হচ্ছে 2 কেজি গ্যাস। যার মূল্য নির্ধারণ করা হয়েছে 283 টাকা।
ইতিমধ্যেই কিছু গ্যাস ডিলারের কাছে পাওয়া যাচ্ছে 2 কেজি ওজনের মুন্না। কয়েকদিনের মধ্যেই সমস্ত গ্যাস ডিলার এর কাছে পাওয়া যাবে 2 কেজি ওজনের গ্যাস এমনটাই আশা করা হচ্ছে। খোলা বাজারে কিনতে পাওয়া যাবে এই গ্যাস। যারা কেরোসিন স্টোভ ব্যবহার করেন, অথবা যাদের খুব কম জ্বালানিতে কাজ চলে তাদের জন্য কার্যকর হবে।