ফুলবাড়ির দুই নং বুথে আজ সকাল থেকেই অশান্তি

নিজস্ব সংবাদদাতা : ফুলবাড়ির দুই নং বুথে আজ সকাল থেকেই অশান্তি। দুই নং ভোটে এক বয়ষ্ক ভোটারকে তৃণমূলের প্রতিক দেখানোর অভিযোগ উঠল তৃণমূলেরই এক কর্মীর বিরুদ্ধে।ওই বয়ষ্ক ভোটার অভিযোগ এবং প্রতিবাদ জানালে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে একেবারেই মিথ্যা অভিযোগ এটা। ঘটনাস্থলে ছুটে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উত্তেজনা কমাতে তিনি অনুরোধ করেন সবাইকে ওই এলাকা থেকে চলে যেতে। ঘটনাস্থলে পৌছায় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানেরা। বিজেপীর তরফ থেকে দাবী করা হয়েছে ভোটারদের তৃণমূলের প্রতীক দেখিয়ে ভোট আদায় করতে তৎপর তৃণমূলের কর্মীরা। তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে যারা জিতবে তাদের কোন দরকার পড়ে না এইসব করবার।