|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: ডাম্পারের তলায় পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বোলপুরে। রবিবার বেলা বারোটা নাগাদ বোলপুর জামবুনী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক পৌঢ় বাজার করে সাইকেল নিয়ে বাড়ী ফিরছিলেন। পিছন দিক থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারলে ঘটনাস্হলেই ঐ পৌঢ়ের মৃত্যু হয়।
ঘটনায় বোলপুর জামবুনীতে সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়। বেশ কিছুক্ষন বোলপুর জামবুনী রাস্তার যান চলাচল ব্যাহত হয়। বোলপুর থানার পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে। জানা যায়, মৃত ব্যাক্তির বাড়ী বোলপুরের জামবুনীতেই। তিনি সাইকেল নিয়ে বাজার করতে গিয়েছিলেন।