নির্মাণ সহায়ক পদকে জুনিয়ার ইঞ্জিনিয়ার করার দাবি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পঞ্চায়েত নির্মাণ সহায়কদের সম্মেলনে

নির্মাণ সহায়ক পদকে জুনিয়ার ইঞ্জিনিয়ার করার দাবি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পঞ্চায়েত নির্মাণ সহায়কদের সম্মেলনে

    নতুন গতি ডেস্ক : নির্মাণ সহায়ক পদ পরিবর্তন করে জুনিয়ার ইঞ্জিনিয়ার করার দাবি উঠলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পঞ্চায়েত নির্মাণ সহায়ক মালদা জেলা ইউনিটের বার্ষিক সম্মেলনে। শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পঞ্চায়েত নির্মাণ সহায়ক মালদা জেলা ইউনিটের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের জিএমসি ক্লাব ঘরে । আগামীতে দুটি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে নতুন করে সাজাতে এই সম্মেলন হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিমবক্সি। এই উপস্থিত ছিলেন বিধায়ক সমর মুখার্জি, তৃনমূলের নেতা শুভদীপ সান্যাল সুমলা আগারওয়ালা, ও সেচ দপ্তরের কর্মচারী সংগঠনের জেলা নেতা চিরঞ্জিব মিশ্র, কর্মচারী সংগঠনের জেলা নেতা অভিষেক মিত্র দিব্যেন্দু মিশ্র সহ জেলার বিভিন্ন পঞ্চায়েতের প্রায় শতাধিক নির্মাণ সহায়ক ।সম্মেলনে মূলত পঞ্চায়েত নির্মাণ সহায়ক কর্মচারীরা তাদের তাদের পদটির নাম পরিবর্তন করে ইঞ্জিনিয়ার করার দাবি তোলেন। পাশাপাশি এদিনের সম্মেলনে যে দাবি-দাওয়া গুলি উঠে আসে সেগুলি হল , আলোচনার মাধ্যমে সংগঠনকে গুরুত্ব দিয়ে সুষ্ঠ বদলী ও প্রমোশন নীতি চালু করা , এন আর ই জি এস প্রকল্প নিয়মবহির্ভূত পঞ্চায়েত কর্মচারীদের উপর অর্থনৈতিক চাপ বন্ধ করা সহ একাধিক দাবি।

    প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র এদিনের সম্মেলনে নির্মাণ সাহায়কদের দাবি গুলো সমর্থন করে প্রয়োজনে জেলাশাসক সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তিনি জানান নির্মাণ সহায়কদের ইঞ্জিনিয়ার এর মর্যাদা অবশ্যই দিতে হবে। এদিনের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র জানান “বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে আর্থিক দুর্নীতিতে হচ্ছে। ২/৩ বছরের মধ্যেই পঞ্চায়েত প্রধানরা নিজেদের দুই চালা তিন চালা বাড়ি ঠুকছেন। তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি সমস্ত পঞ্চায়েতে এ ধরনের দুর্নীতি হচ্ছে । সরকার পঞ্চায়েতে ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের অতিরিক্ত ক্ষমতা প্রদান করার জন্য এই দুর্নীতি বেড়েছে।
    প্রাক্তন মন্ত্রী আরও জানান, এইভাবে পঞ্চায়েত সদস্য প্রধান না চললে আগামী দিনে মানুষ চাইবে পঞ্চায়েত ব্যবস্থা উঠে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার জনস্বার্থে যে প্রকল্পগুলোর এনেছে তা কিছু পঞ্চায়েত প্রধান ও সদস্যদের জন্য লঙ্ঘিত হচ্ছে। সরকারের দুর্নাম হচ্ছে। মন্ত্রী সাবিত্রী মিত্র এই দুর্নীতি ধরার জন্য নির্মাণ সহায়কদের আবেদন জানান ।”
    জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি বক্তব্য রাখতে গিয়ে বলেন ” আগামী দিনে মালদা জেলায় দুটি পুরসভার ভোট আছে , এই ভোটের পূর্বে সংগঠনকে শক্তিশালী করে দুটি পৌরসভায় সমস্ত আসন যেন তৃণমূল সেই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সমস্ত পঞ্চায়েত কর্মচারীদের ঝাঁপিয়ে পড়তে হবে । “রহিম বাবু এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ছাড়াও তৃণমূলের সমস্ত শাখা সংগঠনকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্মেলন করে মালদা জেলায় আগামীতে দুটি পৌরসভা নির্বাচনের ঝাপিয়ে পড়ার নির্দেশ দেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।
    পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পঞ্চায়েত নির্মাণ সহায়ক মালদা জেলা ইউনিটের কর্ণধার দিব্যেন্দু মিশ্র অভিষেক মিত্র জানান ,” এটি মূলত তৃণমূলের রাজ্য সরকারি নির্মাণ সহায়ক শাখা সংগঠন। সংগঠনকে আরো শক্তিশালী করা ও আমাদের বিভিন্ন দাবি নিয়ে অষ্টম সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিন মূলত সম্মেলনে সমস্ত নির্মাণ সহায়করা নিজেদের ইঞ্জিনিয়ার পদমর্যাদার দাবি জানান আগামী দিনে আমাদের এই সংগঠন নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন মানবদরদী প্রকল্পগুলির সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। মূলত নির্মাণ সহায়কদের ইঞ্জিনিয়ার এর মর্যাদা দেওয়ার প্রস্তাব আনা হয়েছে।সংগঠনকে আরো শক্তিশালী করে গ্রাম পঞ্চায়েত গুলিতে এন আর ই জি এস প্রকল্প নিয়মবহির্ভূত পঞ্চায়েত কর্মচারীদের উপর অর্থনৈতিক চাপ থাকার জন্যই দুর্নীতি বেড়ে যায় , পঞ্চায়েত ব্যবস্থার সুনাম ফিরিয়ে আনতে এই দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের সাংগঠনিকভাবে লড়াই চালিয়ে যেতে হবে।”