নির্বাচনী প্রচারের ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবিতে পানের পিক, ঘটনায় ছড়ালো উত্তেজনা

শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবিতে পানের পিক। ঘটনায় উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ভারত নগরে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস দূষছে সব কয়টি বিরোধী রাজনৈতিক সংগঠনকে। জানা গেছে,

    বুধবার সকালে ভারত নগরের গুরুসদয় দত্ত রোডে প্রতুল চক্রবর্তীর সমর্থনে একটি নির্বাচনী ফ্লেক্সে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর কেও বা কারা পানের পিক ফেলে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমায় স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূলের অভিযোগ, এই ঘৃন্য কাজ করেছে বিরোধী রাজনৈতিক দলের কেও বা কারা। ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তীকে হারাতে  বিজেপি, সিপিএম বা নির্দল এই ঘৃন্য কাজ করেছে। প্রতুল চক্রবর্তীর জনপ্রিয়তায় তারা পেরে উঠতে না পেরে এখন এ ধরণের ঘৃণ্য রাজনীতিতে নেমেছে।

    অন্যদিকে নির্দল প্রার্থী বিকাশ রঞ্জন সরকার ও বিজেপি প্রার্থী শংকর ঘোষ বলেন, এ ধরণের ঘৃণ্য রাজনীতি তারা করেন না। তৃণমূল অপহরণ কান্ডের পর ব্যাকফুটে চলে গেছে। সেই ঘটনার থেকে দৃষ্টি ঘোরাতে নিজেরাই এ ধরণের কর্মকাণ্ড চালাচ্ছে।