শিলিগুড়ি পুরনিগমে কোনো দালাল রাজ চলবে না হুঙ্কার দিলেন শিলিগুড়ি পুরনিগমের ভাবী মেয়র গৌতম দেব

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি পুরনিগমে কোনো দালাল রাজ চলবে না । কেউ সেন্ডিকেট করতে চাইলে দাঁড়িয়ে থেকে তা গুঁড়িয়ে দেওয়া হবে । শিলিগুড়ি পুরনিগমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত এমন ভাবেই হুঙ্কার দিলেন শিলিগুড়ি পুরনিগমের ভাবী মেয়র গৌতম দেব ।

    অন্যদিকে গৌতম দেবের মন্তব্যকে নিয়ে জেলা সিপিআইএম নেতা জীবেস সরকার বলেন যদি তিনি এই কাজ করতে পারেন তবে তাকে সাধুবাদ জানাই । অন্যদিকে গৌতম দেবের এই মন্তব্য কে নিয়ে কটাক্ষ করে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন , কোন কথা বলা খুব সহজ তা কাজে করে দেখানো অনেক কঠিন।প্রথমে সবাই অনেক অনেক কথা বলে,তারপরে সবাই সবকিছু ভুলে যায়।একটা বছর যেতে দিন তারপরে আমিও দেখতে চাই কোনটা কতদুর হল,কোন কোন কাজটা করা সম্ভব হল।অন্যদিকে প্রাক্তন মেয়র তথা সিপিএমের নেতা অশোক ভট্টাচার্য্য বলেন,এইসব মনভুলানো কথা মানুষ অনেকদিন ধরেই শুনে আসছে,আগে উনি বন্ধ করে দেখান তারপরে বুঝবো ওনার কথার দাম ঠিক কতটা।আমরা এতদিন ধরে পুরসভা চালিয়ে এসেছি,দায়িত্য না পেয়ে আগ বাড়িয়ে কোন কথা বলিনি।গৌতম দেব যদি পুরসভাতে দালাল রাজ বন্ধ করতে পারেন তবে আমিই সবচাইতে বেশী খুশী হব।জানালেন অশোক ভট্টাচার্য্য।