শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হল বাংলা ভাষা দিবস, উদ্বোধন করলেন গৌতম দেব

শিলিগুড়ি: আজ একুশে ফেব্রুয়ারি,আন্তজাতিক মাতৃক দিবস।এই উপলক্ষে আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হল বাংলা ভাষা দিবস।শিলিগুড়ির পরবর্তী মেয়র গৌতম দেব আজ উদ্বোধন করলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের।উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের পরবর্তী ভাবী কাউন্সিলারেরা।প্রথম এক টি সঙ্গিতানুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এই বর্নাঢ্য অনুষ্ঠানের।পরে গৌতম দেব জানান প্রতিবছরই পালিত হয় এই মাতৃভাষা দিবস।আমরা এই দিনটিকে যথাযথ মর্যাদা এবং সন্মান দিয়েই পালন করতে চেষ্টা করি।এখন বাংলা ভাষা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে।সারা পৃথিবীর মানুষ চেনেন বাংলা ভাষা এবং বাঙালিদের।

    এবারে শিলিগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেসকে শিলিগুড়িতে কাজ করবার সূযোগ করে দিয়েছেন।তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল সেই কাজটুকু সম্পুর্ন করা।আমাদের সব কাজের মধ্যে অন্যতম দায়িত্ব থাকবে সারা বছর বাংলা ভাষাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখা।আমরা চাই শুধু বাঙ্গালীই নয় অন্য ভাষাভাষী মানুষ বাংলাকে চিনুক জানুক এবং মর্যাদা দিক।তবেই তো আমাদের কাজ সার্থক হবে বলে জানালেন গৌতম দেব।তিনি জানালেন আমাদের ইচ্ছা আছে সারা বছর ধরে শিলিগুড়িতে অনুষ্ঠান করা যার ছোয়া থাকবে শিলিগুড়ির সব জায়গাতেই।কালকে শপথ আমাদের।তাই কালকের শপথ গ্রহন হয়ে গেলেই আমরা শিলিগুড়িতে মানুষের জন্য কাজ করতে ঝাপিয়ে পড়ব জানিয়ে দিলেন শিলিগুড়ির ভাবী মেয়র।