শিলিগুড়িতে ডেপুটি মেয়র পদের জন্য এগিয়ে রঞ্জন সরকার

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে ডেপুটি মেয়র পদের জন্য এগিয়ে রঞ্জন সরকার।আগামী কাল বাইশ তারিখে শপথ শিলিগুড়ির কাউন্সিলারদের।আর তার পরদিনকেই নাম ঘোষনা করা হবে শিলিগুড়ির ডেপুটি মেয়রের।ডেপুটি মেয়র পদের জন্য এগিয়ে রঞ্জন সরকার ছাড়াও আরো দুজন মহিলা কাউন্সিলার।তবে সবদিক থেকে বিচার করলে এগিয়ে রঞ্জন সরকারের ই।এগিয়ে তৃণমূল কংগ্রেসের এক মহিলা কাউন্সিলারও।তার সুনাম এবং কাজের জন্য তাকে ডেপুটি মেয়র পদে বসানো হতে পারে বলে খবর।তবে এই ব্যাপারে কিছুটা নির্ভর করা হচ্ছে গৌতম দেবের মতামতের উপরও।তিনি হয়ত তার নিজের মতামত প্রকাশ করতে পারেন ডেপুটি মেয়র নিয়ে।শিলিগুড়িতে সাফল্যের পরে আর পিছনে তাকাতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তিনি গৌতম দেবকে নির্দেশ দিয়েছেন শিলিগুড়িকে ঢেলে সাজিয়ে দেবার জন্য।এ থেকেই বোঝা যাচ্ছে যে শিলিগুড়ির উন্নয়ন নিয়ে আর কোন সমঝোতা চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এই ব্যাপারে রঞ্জন সরকারকে জিঞ্জাসা করলে রঞ্জন সরকার জানান আমি কিছুই বলব না,মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন তাই মেনে চলব আমি।আমি আগ বাড়িয়ে কিছুই বলব না।তবে একটা জিনিস পরিষ্কার রঞ্জন সরকার ডেপুটি মেয়র পদে অনেকটাই এগিয়ে অন্যদের চাইতে।তাই আপাতত সবাই চাইছেন আগামীকাল শপথের দিনটা ভালভাবে কাটুক।তার পরে কে হবেন কে হবেন না সেটা দলই ঠিক করে নেবে।