|
---|
নিজস্ব সংবাদদাতা: কাজ হচ্ছে না,তাই অভিযোগ মাথায় নেমে নিজের উদ্যোগেই মাথায় কাজ নিয়ে নেমে পড়ছেন শিলিগুড়ির কুড়ি নং ওয়ার্ড কাউন্সিলার অভয়া দত্ত এবং আরো বেশ কিছু ওয়ার্ড কাউন্সিলারেরা। ঠিকমতো কাজ হচ্ছে না,এই অভিযোগ বারবার বার এসে পড়ছিলো কাউন্সিলারদের দিকে।তাই কোন দিকে আর তাকিয়ে নিজেরাই নেমে পড়লেন। নিজেরাই সবকিছু জানালেন। শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গাতে কাজ হচ্ছে না,বলে অভিযোগ সাধারন মানুষের।তাই আর দেরী না নেমে পড়লেন কাজে।জানালেন আমাদের ওয়ার্ডকে আমাদেরই দেখতে হবে।তাই নিজেরাই নেমে পড়লাম। সব মিলিয়ে শিলিগুড়ি শহরকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছেন এই শহরের কাউন্সিলারেরা।