|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: একেবারেই বইপাগল গৌতম দেব।বই পড়েন এতটা ব্যাসতার মধ্যেও।তিনি নিজে জানালেন আমি ছোটবেলার সময় কাটিয়েছি বিভিন্ন জায়গাতে,সে সব জায়গাতে আমার প্রধান সঙ্গী ছিলো আমার নানান ধরনের বই।অনেকে একেকটা বিষয়ের বই পড়তে ভালবাসে,সে অর্থে আমি সব ধরনের বই পড়ি,সে সাহিত্য হোক কিংবা ভ্রমন সবধরনের বই পছন্দ আমার।
আমার বর্তমানে প্রিয় লেখক সমরেশ বসু,এবং আশাপূর্না দেবী।এছারাও আমি প্রচুর সত্যজিৎ রায়েরও বই পড়েছি।আমি নিজে বাড়িতে কোন কাজ না থাকলে বই পড়ি,আর দিদি ডাকলে দিদির জন্য উপহারে বই নিয়ে যাই।আমার শিলিগুড়ির বাড়িতে আমি নিজে একটা ছোট লাইব্রেরী করে ফেলেছি।যেটা রক্ষনাবেক্ষন করে আমার এক দুর সম্পর্কের ভাই।আমি কলকাতা বইমেলা প্রতিবছরই এটেন্ড করি,এবারও যাব এবং প্রচুর বই কিনবো মনে মনে ঠিক করেই রেখেছি।এই বইমেলাতে আমি আজ প্রথম আসলাম,উদ্বোধনের দিনও এসেছিলাম তবে সেদিন ঘুরে ঘুরে বই দেখা সম্ভব হনি,আজ এই বইমেলাতে ঘুরে ঘুরে দেখলাম ভাল বই প্রচুর এসেছে,এবং আমি বইও কিনলাম প্রচুর।
তবে দাম বেড়েছে বইএর,তাই অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েদের একটু অসুবিধা হবে বই কিনতে।আমি চিন্তা করছি কিভাবে ভবিষ্যতে এইসব সাধারণ গরীব পড়ুয়া ছেলেমেয়েদের হাতে বই তুলে দেওয়া যায়।আমি আরো আসবো এই বইমেলাতে,দেখা যাক কিছু বই কিনতে পারি কি না,বললেন একদা পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী,এবং বর্তমানে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব।