গলসিতে সর্পদংশনে মৃত্যু হল এক মহিলার

নিজস্ব সংবাদদাতা : গলসিতে সর্পদংশনে মৃত্যু হল এক মহিলার মৃতের নাম শুকরুনা বিবি। বয়স আনুমানিক ৫২ বছর। তিনি গলসি থানার ইটারু গ্রামের বাসিন্দা। মৃতার আত্মীয় মাখন মোল্লা জানান, গত ২৯ নভেম্বর দুপুর বেলায় বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ছাগল আনতে গিয়েছিলেন শুকরুনা বিবি। ওই সময় আচমকা তাকে সাপে কামড়ায়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানেই তার চিকিৎসা চলে। তবে বুধবার বেলা সাড়ে বারোটার সময় তার মৃত্যু হয় বলে জানান মাখন বাবু।