|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: নতুন করে এক করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেলো ক্ষীরপাই পৌরসভার
7 নং ওয়ার্ড এর এক বৃদ্ধের। সুত্রের খবর, 84 বছরের ওই বৃদ্ধ গত পয়লা মে হার্টের পেসমেকার বসাতে কলকাতা গিয়েছিলেন । যেহেতু এখন সমস্ত অপারেশন করার আগে করোনা টেস্ট করা হয়, তাই 2রা মে করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। প্রশাসন সূত্রে খবর, ওই বৃদ্ধের করোনার জীবাণু মেলার পরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। বৃদ্ধের পরিবারকে ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও এই কদিন ওই বৃদ্ধের সংস্পর্শে যাঁরা এসেছিলেন প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ চলছে। প্রত্যেককে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।প্রসঙ্গত, ঘাটালের ১৩ নং ওয়ার্ডের মহাপাত্র পাড়ার বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক সৌরভ দাস জেলায় সুস্থ হয়ে ফিরেছেন।