ঘরের ছেলে ঘরে ফিরলো সাগরদিঘি

আজিম সেখ, নতুন গতি,বীরভূম:-সাগরদিঘী বিডিও অফিসের এক স্টাফ সুপ্রিয় মুখার্জি অফিস থেকে বাড়ি ফেরার পথে মোরগ্রাম ব্রিজের উপর হঠাৎ সন্দেহ হয় এক

    ছেলেকে তারপর ছেলেটিকে কিছু জিজ্ঞেস করতেই কিছু না বলতে পারায় তিনি বুঝতে পারেন সে হারিয়ে গেছে তখন প্রায় সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা হয়ে গেছে সে সময় কি করবে না ভেবে সেখানে উপস্থিত ছিলেন ইমাম মনিরুউদ্দিন শেখ তিনাকে তার বাড়িতে রাত্রে রাখার কথা বলেন এবং ইমাম সাহেব রাজি হয় তারপর এই খবর পেয়ে সাগরদিঘী সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বিট্টু সরকার যোগাযোগ করে সুপ্রিয় বাবুর সঙ্গে তারপর সুপ্রিয় বাবু রাত্রেই বিট্টু সরকারকে সব ঘটনা জানাই এবং ছেলেটি বলছিলো তার নাম সাদসালিম সেখ বাড়ি নওদা থানার বাগমারা গ্রামে তার মুখ থেকে শুনতে পাই সেটি বলে তারপর সেই রাতেই বিট্টু সরকার খোঁজ চালাই সেই ঠিকানায়


    অবশেষে বিট্টু সরকার সকাল ৭ টা নাগাদ সুপ্রিয় বাবুকে ফোন করে জানায় তার ঠিকানায় জানানো হয়েছে ছেলেটির পরিবারের আত্মীয়দের নিতে আসার কথা বলা হয়েছে। এদিকে সকাল দশটা নাগাদ ইমাম মনিরুদ্দিন শেখ ও সুপ্রিয় মুখার্জি মিলে সাদসালিম সেখকে বিডিও শুভজিৎ কুন্ডু মহাশয়ের অফিসে উপস্থিত হয় তারপর বিডিও সাহেব ওসি সুমিত বিশ্বাস মহাশয়কে জানাই এবং দুপুর নাগাদ থানায় পৌঁছে দেয় ইমাম মনিরুউদ্দিন শেখ, সুপ্রিয় মুখার্জি ও বিট্টু সরকার। অবশেষে সন্ধ্যা ৬ টা নাগাদ সাদসালিম সেখের বাবা মেরাজুল সেখ পৌঁছায় থানায় এবং শেষ মুহূর্তে ওসি সুমিত বিশ্বাস মহাশয় ছেলেটিকে তার বাবার হাতে তুলে দেয় ও সঙ্গে কিছু রাস্তা ভাড়া দেয় সেই সঙ্গে শেষ পর্যন্ত উপস্থিত থেকে বাড়ি পাঠালেন বিট্টু সরকার সহ সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সাদসালিম সেখের বাবা সুপ্রিয় মুখার্জী ও বিট্টু সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।।