|
---|
মহঃ মফিজুর রহমান , নতুন গতি : ভারতীয় যুব খেলোয়াড়দের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‛খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’ গতবছর বন্ধ থাকলেও এবার ব্যাঙ্গালোরের জৈন ইউনিভার্সিটি জৈন গ্লোবাল ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করে। সেখানেই বাজিমাত করলো পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। ‛খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’ শুরু হওয়ার পর এই প্রথম পদক তালিকায় নাম উঠলো এই বিশ্ববিদ্যালয়ের।
দমদম মতিঝিল কলেজের সোসিওলজি অনার্সের চতুর্থ সেমিস্টারের ছাত্র স্বপ্নিল চক্রবর্তী ৫০ মিটার বাটারফ্লাইতে তৃতীয় হয়ে বোঞ্জ পদক জিতে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করলেন। বিশ্বজিৎ দে চৌধুরীর প্রশিক্ষণাধীন স্বপ্নিলের এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ে খুশির হাওয়া।
উপাচার্য অধ্যাপক মহুয়া দাস, স্পোর্টস বোর্ডের আহ্বায়ক অধ্যাপক অনির্বাণ সরকার, বোর্ডের সদস্য তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, অধ্যাপক রামানুজ গাঙ্গুলী, নিবন্ধক তপন দত্ত, দমদম মতিঝিল কলেজের অধ্যক্ষ প্রদীপ্ত গুপ্ত রায় প্রমুখ তাঁকে অভিনন্দন জানান।
বতর্মান উপাচার্যের উৎসাহে স্পোর্টস বোর্ড বিভিন্ন কলেজে যাতে স্পোর্টস কোটায় ছাত্রছাত্রী ভর্তি হতে পারে সেই মর্মে চার সদস্যের একটি কমিটি গঠন করে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছেন। অনির্বাণ সরকার জানান, স্বপ্নিলের এই সাফল্য ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আগ্ৰহী করে তুলবে।