শালবীথির উদ্যোগে উৎসবের উপহার প্রদান

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: জঙ্গলমহলের প্রান্তিক গ্রাম ভগবতী চকের বাসিন্দাদের কাছে শারদীয়ার উপহার পৌঁছে দিলো শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।মহালয়ার সকালে চারদিকে জঙ্গল ঘেরা প্রত‍্যন্ত,জনজাতি অধ্যুষিত গ্রিম এই ভগবতী চকের শিশু ,বালক বালিকা , মহিলা, বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শারদীয়ার উৎসবে উপহার হিসেবে নতুন ব্স্ত্র তুলে দেওয়া হলো শালবীথি পরিবারের পক্ষ থেকে।এখানকার বাচ্চাদের নতুন জামা কাপড় ও পুরুষ-মহিলা বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শাড়ি ,লুঙ্গি , ধুতি তুলে দেওয়া হয়। সবমিলিয়ে প্রায় দুশো জনকে নতুন পোশাক দেওয়া হয়। বিশেষ ভাবে সম্মানিত করা হয় শতায়ু জীতু মাঝিকে(১০৪)তাঁর বাড়িতে গিয়ে ।

    এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ‍্যে উপস্থিত ছিলেন লক্ষণ চন্দ্র ওঝা , বিশ্বজিৎ মন্ডল , সুব্রত মহাপাত্র , আলোক বরণ মাইতি,ছোটন, ডাঃ হারাধন দুয়ারী প্রমুখ।হারাধনবাবুর ও গ্ৰামের তরুণ যুবকদের অক্লান্ত প‍রিশ্রম ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠ ভাভ সম্পন্ন হয় । এদিনের কর্মসূচিতে শালবীথি পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদিকা রীতা বেরা,সদস্যা মধুছন্দা মাইতি , সুমনা দত্ত , দীপান্বিতা খান , অপর্ণা দাস প্রমুখ।
    বিভিন্ন কারণে আজ উপস্থিত থাকতে না পারলেও এদিনের কাজে পূর্ণ সহোযোগিতা করেন পিয়ালী সান‍্যাল , ঝুমঝুমি চক্রবর্তী , সুদীপ্তা দে , রাজশ্রী মন্ডল সহ অন্যান্যরা।