সরকারি বাসে করে সোনা পাচার

নিজস্ব সংবাদদাতা:সরকারি বাসে করেই সোনা পাচারের ছক কষেছিল দুষ্কৃতী । গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ছক বানচাল করল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা ।

    এক পাচারকারী বাংলাদেশ থেকে ২ টি সোনার বিস্কুট নিয়ে রওনা হয়েছিল পাটনায় পাচারের উদ্দেশ্যে । ইন্দো মায়ানমার বর্ডার হয়ে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি কে করিডর করে সোজা পাটনা যাওয়ার উদ্দেশ্য ছিল পাচারকারীর । সোনার বিস্কুট নিয়ে সরকারি বাসে করে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি রওনা দিয়েছিল অভিযুক্ত শাহাদাত হোসেন । সেই সরকারি বাস শিলিগুড়ি ঢোকা মাত্রই গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি বাস মাঝ রাস্তাতেই দাঁড় করায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকেরা।বাসের মধ্যেই জেরা করা হয় তাকে।তখনই ভেঙ্গে পড়ে সব কিছু বলে দেয় ওই যাত্রী। তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ।