গলিগ্রামে ওড়ালপুলে তৈরীর প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলেন সাংসদ

আজিজুর রহমান,গলসি : ওড়ালপুল তৈরীর দাবীতে আন্দোলনকারী গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করলেন বর্ধমান পূর্ব  এর লোকসভার সাংসদ সুনীল মন্ডল। এদিন দুপুর নাগাদ তিনি ২ নম্বর জাতীয় সড়কের গলসির গলিগ্রাম গুসকরা মোড়ে এসে বেশ কিছুক্ষন গ্রামবাসীদের সাথে কথা বলেন। গ্রামবাসীরা তাকে জাতীয় সড়কে গুসকরা মোড়ে ওড়ালপুলে তৈরী নিয়ে জটিলতার বিষয়টি জানান। আন্দোলনকারী গ্রামবাসীদের তিনি আশ্বস্ত করে বলেন। গুসকরা মোড়টিতে ওড়ালপুল না হলে জাতীয় সড়কের কোথাও কাজ হবে না। এটি খুবই গুরুত্ববপূর্ন জায়গা। বিষয়টি নিয়ে তিনি ঘটনাস্থল থেকেই জাতীয় সড়ক কতৃপক্ষের ইঞ্জিনিয়ার ও ঠিকা সংস্থার আধিকারিকদের সাথে কথা বলেন। এবং কয়েকদিনের মধ্যেই তিনি গ্রামবাসীদের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। উল্লেখ গত ৪ ঠা জুলাই ওড়ালপুল তৈরীর দাবীতে গলসির গলিগ্রামে ২ নং জাতীয় সড়কের গুসকরা মোড় অবরোধ করেন গ্রামবাসীরা। পাশাপাশি মোড় সংলগ্ন এলাকার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দেয় তারা। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি মোকাবিলা করে। ঘটনার জেরে জাতীয় সড়কের দুইমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে জাতীয় সড়কে আটকে পরে শতশত দুইমুখি যানবাহন। সেই খবর সম্প্রচারিত হওয়ায় নড়েচড়ে বসে সরকার। এরপরই জেলা প্রশাসনের নির্দেশ গত ইংরেজি ৭ ই জুলাই গ্রামবাসী ও জাতীয় সড়ক কতৃপক্ষে নিয়ে আলোচনায় বসে গলসি ১ নং ব্লক প্রশাসন। তারপর এদিন ঘটনাস্থল ঘুরে এলেন সাংসদ সুনীল মন্ডল সাংসদের দেওয়া প্রতিশ্রুতিতে এখন আশার আলো দেখছেন আন্দোলনকারী গ্রামবাসীরা।