মা ফ্লাইওভারের যানবাহনের জন্য ব্রেকডাউন হেল্পলাইন

নতুন গতি প্রোতিবেদক : কলকাতার দীর্ঘতম উড়ালপুল ‘মা’ ফ্লাইওভার, দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। ব্যস্ততমও বটে। প্রায় রোজই এই সেতুর উপর বিকল হয়ে যায় কোনো না কোনো গাড়ি। এতে শুধু যে যান চলাচল ব্যহত হয় তাই নয়, নানাভাবে হয়রান হন গাড়ির চালকও। সমস্যার সমাধান করতে কোলকাতা পুলিশ চালু করেছে একটি ব্রেকডাউন হেল্পলাইন, যার বিশেষ উদ্দেশ্য মা ফ্লাইওভারের উপর বিকল হয়ে যাওয়া যানবাহনকে সাহায্য করা। অতএব এর পর থেকে ফ্লাইওভার ধরে যাওয়ার সময় গাড়ি নিয়ে সমস্যায় পড়লে আমাদের জানান, ১০৩৭ নম্বরে। আপনার সাহায্যে সদাই প্রস্তুত কলকাতা ট্রাফিক পুলিশ।