শিডিউল অনুযায়ী স্কুলে পোশাক এসে এখনও পৌঁছায়নি

নিজস্ব সংবাদদাতা: আগে যে নির্দেশ ছিল, সেই শিডিউল অনুযায়ী স্কুলে পোশাক এসে এখনও পৌঁছায়নি। শিলিগুড়ির বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) প্রাণতোষ মাইতিও একই কথা বলেন।

    রাজ্য সরকার প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণির বাচ্চাদের দীর্ঘদিন ধরেই স্কুলের দুই সেট করে পোশাক দিয়ে আসছে। এতে গ্রামের স্কুলগুলির দুঃস্থ বাচ্চারা উপকৃত হচ্ছে। অভিভাবকদেরও সুবিধা। কোচবিহার জেলায় ১৮৫৩টি প্রাথমিক স্কুল, ২৫০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল, ২৩টি মাদ্রাসা ও ২৭০টির মত সক্রিয় আপার প্রাইমারি স্কুল রয়েছে। সবমিলিয়ে জেলায় ৪ লক্ষাধিক বাচ্চা স্কুলের পোশাক পায়।

    কথা ছিল এপ্রিল মাসের মধ্যেই চলে আসবে ইউনিফর্ম। কিন্তু বর্তমানে জুলাইয়ের মাঝামাঝি। এখনও স্কুলড্রেস পড়তে পারল না ছাত্রছাত্রীরা। বিশেষ করে সমস্যায় পড়েছে যারা নতুন ভর্তি হয়েছে। স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম দেওয়ার ব্যাপারে শিক্ষা দপ্তরের তরফে গত মার্চ মাসে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছিল। তবে এখনও উত্তরবঙ্গের জেলাগুলির কোনও স্কুলের বাচ্চারাই এবারের ইউনিফর্ম পায়নি।

    কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) কানাইলাল দে বলেন, আমাদের কাছে নির্দেশ এসেছে। আমরা তা  বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠিয়ে দিয়েছি। এসআইরা ওয়ার্ক অর্ডার করে দিয়েছেন। কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডলের কথায়।