চোপড়া কান্ডে গ্রেফতার মৃত কিশোরীর বাবা ও দুই দাদা

রৌশন আলম,চোপড়া,নতুন গতি: মৃত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ। পুলিশ চারজন আটক করলেও একজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। আর তিনজনের মধ্যে একজন মৃত কিশোরীর বাবা ও দুইজন দাদা।

     

    উল্লেখ্য, উত্তর দিনাজপুরের চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চাতরাগছে শনিবার এক সদ্য মাধ্যমিক উত্তীর্ণ কিশোরির দেহ উদ্ধার হয়। মৃত কিশোরীর পরিবারের তরফ থেকে জানানো হয় ধর্ষন করে খুন করা হয়েছে। অভিযোগ উঠে স্থানীয় কিশোর ফিরোজ আলির বিরুদ্ধে।এরপর ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন, বিক্ষোভ, তিনটি পুলিশের গাড়ি ও তিনটি সরকারি বাস জ্বালিয়ে দেয় কিশোরীর পরিবার ।জানা গেছে এতে একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দলের হাত ছিল।

    সোমবার সকালে এক‌ই জায়গা থেকে উদ্ধার হয় অভিযুক্ত কিশোরের লাশ। এতে ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়।জানা গেছে মৃত্ কিশোরী মাম্পি ও মৃত কিশোর ফিরোজ আলির প্রেমের সম্পর্ক ছিল।ছেলে মুসলিম হ‌ওয়ায় মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার।মৃত্যু কিশোর ফিরোজ আলির পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় অভিযোগ দায়ের করা হয় ।তারা অভিযোগে জানায় ছেলেকে খুন করা হয়েছ।তার‌ই ভিত্তিতে চোপড়া থানার পুলিশ এদিন মৃত কিশোরীর বাবা ও দুই দাদাকে করে। তাদের ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে।