করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে মানুষ,উন্নয়ন ও পরিবেশের নতুন সমীকরণ নিয়ে ইটাহারে আন্তর্জাতিক আলোচনাচক্র

নতুন গতি নিউজ ডেস্ক,ইটাহার: ইটাহারের ডঃ মেঘনাদ সাহা কলেজের ভূগোল বিভাগের আয়োজনে শুক্রবার একদিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হল। মানুষ ,পরিবেশ এবং আর্থ-সামাজিক উন্নয়েনের পদ্ধতি পরস্পরের সঙ্গে অন্তসম্পর্কযুক্ত ,যা সময় ও স্থানের পরিপ্রেক্ষিতে মানুষের জীবনকে প্রভাবিত করে। করোনা মহামারীর সময় কাল ও তার পরবর্তী পৃথিবীর পরিবেশ, উন্নয়ন ও মানুষের সম্পর্কে তুলে ধরায় ছিল এই আলোচনার মূল উদ্দেশ্য। আলোচনায় প্রায় ৭৫০ জন গবেষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। আলোচনার নির্দিষ্ট বিষয়ের ওপরে বেশ কয়েক জন প্রথিতযশা অধ্যাপক ও গবেষক প্রবন্ধ উপস্থাপন করে বহূমুখী অভিঘাত তুলে ধরেন।

    এদিনের আলোচনাচক্রের সূচনা করেন কলেজ এর প্রশাসক ডঃ সুব্রত সাহা ও স্বাগত ভাষণ দেন উপাধ্যক্ষ ডঃ মুকুন্দ মিশ্র। শুভেচ্ছা জ্ঞাপন ভাষণ দেন গৌতম সরকার। আলোচ্য অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ন টেকনিক্যাল সেশন, দুটি প্যানেল ও প্লেনারী আলোচনার মাধ্যমে মানুষ উন্নয়ন ও পরিবেশের প্রেক্ষাপট আলোচিত হয়। এই আলোচনাচক্রের মুখ্যবক্তা ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ও আই. জি. ইউ. এর সাধারণ সম্পাদক প্রফেসর আর. বি. সিং। উল্লেখযোগ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুজিত মন্ডল, সুরেশ কুমার, দীপক কুমার মন্ডল, বেলা দাস, কুশাগ্র রাজেন্দ্র, সিদ্ধার্থ শঙ্কর মান্না, তাপস পাল, সঞ্জীব কুমার, সঞ্জয় সাহা, মুহাম্মদ ইস্মাইল, সোমনাথ হালদার সহ আরো অনেকেই।

    ব্রাজিলের ফেডারেল রুরাল বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপকগণ করোনা সময়কালে ব্রাজিলের ভৌগোলিক পরিবেশ, দ্বন্দ্ব ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। আলোচনাচক্রের মডারেটর ছিলেন ব্রাজিলের অধ্যাপক গুস্তাভ মোটা ডি সুস্থা। প্রথিতযশা অধ্যাপক ডঃ আয়ন্দ্রুজ জোস ডি লুকেনা করোনা প্রেক্ষাপট আলোচনা করেন। বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল এর অধ্যাপক মঞ্জুরুল হাসান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ এর সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করেন।

    সমাপ্তিসূচক ভাষণ দেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ডঃ সৌমেন্দু চট্টোপাধ্যায়। সামগ্রিক পর্যালোচনার আলোচনায় কলেজ এর ন্যাক কনভেনার সুকুমার বাড়ই বলেন বর্তমান পরিপেক্ষিতে এই ধরণের আলোচনা অত্যান্ত প্রাসঙ্গিক। কলেজ এর উপাধ্যক্ষ ডঃ মুকুন্দ মিশ্র জানান এই আলোচনাচক্র ভূগোলসহ অনন্যা সমাজ বিজ্ঞানের গবেষক ও ছাত্র-ছাত্রীদের সমৃদ্ধ করবে।