গলসিতে বজ্রপাতে মৃত এক, আহত আরও তিনজন

আজিজুর রহমান,গলসি : গলসিতে বজ্রপাতে মৃত্যু হল একজনের। মৃতের নাম মনু দাস। বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সকলের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে। স্থানীয়দের থেকে জানা যায়, এদিন দুপুর নাগাদ গ্রামের আঠারো কুড়িজন দামোদর নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তারা নদীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। তবে ঘটনাস্থলে গ্রামের মনু দাস, অভিজিৎ মাজি, বিশ্বজিত মন্ডল, দর্শন পরামানিক মাছ ধরার পর স্নান করছিলেন। ওই সময় নদীর জলে আচমকা বজ্রপাত হলে চারজন নেতিয়ে পরে। জলে বজ্রপাতের আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। তারাই সকলকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মনুকে মৃত ঘোষণা করে। ঘটনায় আহত বাকি তিন জনের চিকিৎসা চলছে। এলাকায় এমন ঘটনায় শোকের ছায়া। মৃতের বাড়িতে সহযোগিতার জন্য পৌছে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন।