|
---|
নতুন গতি ডেস্ক, পূর্ব বর্ধমানস : সম্প্রীতির বার্তা দিতে হিন্দু দিদি রিয়ারুবির জন্মদিন পালন করলেন তার মুসলিম ভাই আজিজুর রহমান। বুধবার গলসির উচ্চগ্রামে একটি ইটভাটার শতখানের শ্রমিক পরিবারের সাথে জন্মদিনটি পালন করেন তিনি। কোরআন ও বেদের পবিত্র বাণী দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। তারপর এলাকার বিশিষ্ট জন ও সাংবাদিকদের সম্বর্ধনা জানান আগত অতিথিরা। তাছাড়াও ভীন রাজ্যের ইটভাটার শ্রমিক পরিবারের শিশুরা কেক কেটে জন্মদিনটি আনন্দমুখর করে। অবশেষে রিয়ারুবির মঙ্গল কামনায় দুয়া করা হয়। পাশাপাশি সকলে একত্রে মিলে একটি বনভোজনের আয়োজন করেন আজিজুর। নিজের জন্মদিনে ভাইয়ের এমন উদ্দ্যোগে খুশি হয়েছেন রিয়ারুবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী কাজল সেখ, স্থানীয় পঞ্চায়েত প্রধান মনসা বাউরী, ক্রিয়া প্রশিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ সহ অনেকে। এদিন সামাজিক কাজের সাংবাদিক কুন্তল চ্যাটার্জ্জী ও কেরামত আলিকে সম্মানিত করা হয়।