|
---|
আজিজুর রহমান, গলসি : সারা ভারত কৃষক সভা গলসি ২ নং ব্লক কমিটির উদ্দ্যোগে বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হল আজ। মিছিল ও পথ সভার মধ্য দিয়ে কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তারা। এদিন বিকালে গলসির বাজারে ওই কর্মসুচী করা হয়। পাশাপাশি সংযুক্ত কিষান মোর্চার ডাকে গলসি ১ নং ব্লকের বুদবুদ বাজারে একটি মিছিল ও পথসভার মধ্য দিয়ে বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হয়। গলসির বাজারে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। তারা জানাই, দীর্ঘদিন ধরে দেশে চলা কৃষি আন্দোলনে বহু চাষির প্রান গেছে। অবশেষে কেন্দ্রীয় মোদী সরকার কৃষকদের দাবী মেনে নেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথামত সেই প্রতিশ্রুতি পালন করেন নি মোদী সরকার। তার জন্য তাদের মিছিল ও পথ সভার মধ্য দিয়ে প্রতিবাদ চলছে। আগামীতে ওই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এদিনের গলসির সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা গলসি ২ নম্বর ব্লক কমিটির সম্পাদক সাইফুল হক, গলসি ২ নং ব্লক কমিটির সদস্য অমিতাভ মন্ডল সহ বাম কৃষক সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি বুদবুদে পথসভায় সভাপতিত্ব করেন বামনেতা হারাধন ঘোষ। পথসভায় বক্তব্য রাখেন বামনেতা দেলোয়ার হোসেন মন্ডল ও সমীর চ্যাটার্জি সহ অনেকে।