|
---|
আজিজুর রহমান,পূর্ব বর্ধমান,গলসি : সারা ভারত কৃষক সভার গলসি ২ ব্লক কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। গলসির উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান গৃহে ওই রক্তদান শিবিরটি করা হয়। যেখানে ৫০ জনের অধিক বাম কর্মী সমর্থক স্বেচ্ছায় রক্ত দান করেন। আয়োজক কৃষক নেতা সাইফুল হক ও ছাত্রনেতা মনসিজ হোসেন জানিয়েছেন, বর্তমান সময়ে জেলার ব্লাক ব্যাংকগুলির রক্তের সংকট চলছে। এর ফলে রক্তের প্রয়োজনে মাঝে মধ্যেই সমস্যায় পরছেন সাধারণ মানুষ। সেই সংকট মেটাতে ও মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ। এদিনের শিবিরের সকল রক্ত শহীদ শিবশংকর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়।