|
---|
দেবজিৎ মুখার্জি, দার্জিলিং: “আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন ও ভোটগণনা ও ফলপ্রকাশ ২৯ তারিখ” এমনটাই ঘোষণা করা হলো মঙ্গলবার দার্জিলিংয়ে, রিটার্নিং অফিসার এস পুণ্যবালামের কার্যালয়ে, সর্বদল বৈঠক শেষে।
স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধন জানান “আগামী ২৭ তারিখ সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। ২৭ থেকে সাতদিন মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে। তারপর প্রত্যাহার, স্ক্রুটিনি পর্ব পেরিয়ে ২৬ জুন ভোট। এর জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের মহকুমাশাসককে অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।”