গুরু পূর্ণিমা উপলক্ষে বারাসাতের হৃদয়পুরে ছন্দশ্রীর শিক্ষার্থীদের গুরু প্রণাম।

লুতুব আলি, নতুন গতি : অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের অনেকাংশে ব্যবধান লক্ষ্য করা যায়। উত্তর ২৪ পরগনার বারাসাতের হৃদয়পুরে এক অন্য ছবি দেখা গেল। ছন্দ শ্রী নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা নবনীতা মন্ডল ভট্টাচার্য শিক্ষার্থীদের অতি নিবিড় ভাবে স্ব স্নেহে শিক্ষাদান করেন। এখানকার শিক্ষার্থীরা শিক্ষিকা নবনীতা মন্ডল ভট্টাচার্যকে গুরু হিসেবেই দেখেন। তারা তাদের গুরুকে একপ্রকার না জানিয়েই গুরু পূর্ণিমায় এক বর্ণাঢ্য গুরু প্রণামের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে নবনীতার গুরু রাও অনুষ্ঠানে হাজির ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে শিক্ষার্থীরা তাদের নিজের হাতের তৈরী উত্তরীয় পরিয়ে গুরু কে সম্মাননা জ্ঞাপন করেন। সৌমিত, তিস্তা, সুপ্রিয়া মণ্ডল, সুপ্রিয়া ঘোষ, প্রিয়াঙ্কা রা জানায়, শিক্ষাজীবনের গুরু পিতা-মাতার সমান। তাঁদের কে সম্মান জ্ঞাপন না করলে বড় হওয়া যায় না। কবিতা পাঠ, নাচের মাধ্যমে গুরুকে সম্মান প্রদর্শন করেন চরিত্র ভট্টাচার্য, শ্রীপর্ণা, কৌশিকী, দেবপ্রিয়া, সাগ্নিক, রচনা, তিতলি, মেঘনা, দৃষ্টি, অন্বেষা, দীপ্তি, প্রসেনজিৎ, প্রতিমা, মহিমা, শম্পা ও সিনিয়র গ্রুপের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নীলাঞ্জনা চক্রবর্তী, মানবাধিকার কর্মী পাপ্পু দা, মিনু দি, বলাকা শিশু শিক্ষা নিকেতনের প্রাক্তন শিক্ষিকা লিপিকা ম্যাডাম, উসুর ইনচার্জ পিংকি ম্যাডাম, আব্দুল আলী মোল্লা, সাংবাদিক দিবাকর মন্ডল প্রমুখ। বিশেষভাবে উল্লেখ্য ছন্দ শ্রী নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার নবনীতা মন্ডল ভট্টাচার্যকে শিক্ষার্থীরা তাদের নিজের হাতের তৈরি একটি শাড়ি উপহারস্বরূপ তুলে দেন।