এই মূহুর্তে রাজনৈতিক দলের কর্মীদের ভোট যুদ্ধের কিছু বাক্যালাপ 

এই মূহুর্তে রাজনৈতিক দলের কর্মীদের ভোট যুদ্ধের কিছু বাক্যালাপ

     

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ভোট যতই এগিয়ে আসছে প্রতিটি রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা দুর্বার গতিতে এগিয়ে চলছে তাদের কর্মপন্থা ঠিক করতে। কোথাও বা দেখা যাচ্ছে দেয়াল লিখন, আবার কোথাও দেখা যাচ্ছে কর্মী বৈঠক, আবার কোথাও দেখা যাচ্ছে পথসভা,থেকে মিছিল। দেওয়ালে দেওয়ালে রংবাহারি নানারকম ছড়া, ছড়ার বই কে হার মানাবে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভায় দেওয়ালে দেখা মিলছে রং বেরঙের ছড়াছড়ি। কোন এক রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ায় তাদের বিরুদ্ধে নানারকম হাস্যকর শব্দ ব্যবহার করা হচ্ছে। আবার কোথাও উন্নয়নের কিছু অংশ তুলে ধরা হচ্ছে। অথবা দেখা মিলছে ভোট বয়কট এর কিছু চিত্র । রংবাহারি খেলায় মেতেছে। নির্বাচন প্রাক্কালে সাধারণ মানুষের দাবী দাওয়া রয়েছে সর্বদা। যারা সর্বদা বঞ্চিত হয় তারা সর্বদা বঞ্চিত থেকে যায় । রাজনৈতিক মঞ্চ কে টিকিয়ে রাখতে যাদের অবদান আজ তারা ব্যার্থ । দলের এই মুহূর্তে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আবার কিছু সুবিধাবাদী মানুষরা একদল থেকে অন্য দলে তাদের প্রতিপত্তি এবং আভিজাত্য বজায় রাখার সংকল্প নিয়ে তারাই এখন নেতায় পরিণত হয়েছে । এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে নানা শোরগোল।