নন্দকুমার পুর অঞ্চলের কৈলাশপুরে ছাপ্পা ভোটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে! 

রায়দিঘী:নুরউদ্দিন: দঃ 24পরগনার রায়দিঘী বিধানসভার কৈলাশপুরের ২৮৬নং বুথে বিজেপির অভিযোগ দেদার ছাপ্পা চলছে বথের মধ্যে। এমনকি বিজেপির প্রার্থী ও পোলিং এজেন্ট কে মারধোরের অভিযোগ উঠলো শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধে। এই বুথের বিজেপি প্রার্থী মৌমিতা দাস পাল বলেন ভোট চলাকালীন কিছু তৃণমূলের ছেলে এসে ছাপ্পা ভোট কোরছিল তখনই খবর পেয়ে বুথে গিয়ে প্রতিবাদ করাই তাঁকে এবং তাঁর পোলিং এজেন্ট কে মারধোর করা হয় এবং ঘার ধাক্কা দিয়ে বের কোরে দেওয়া হয় বুথ থেকে। প্রিসাইডিং অফিসার এই ঘটনার পরে ও কিছুই বলেনি, এছাড়াও বুথে একজন পুলিশ তিনি ও নিরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। এই অভিযোগ পাওয়ার পর আমাদের সংবাদমাধ্যমের দুই প্রতিনিধি বুথে ঢুকতে গেলে তাকে বাঁধা দেওয়া হয়। এই ঘটনায় রায়দিঘী বিধানসভার এম এল এ অলক জলদাতার সঙ্গে ফোন কলিংয়ে যোগাযোগ কোরলে তিনি বলেন এরকম কোনো ঘটনা ঘটেইনি। রিতিমত অস্বীকার কোরেছেন তিনি। এবং তিনি বলেন এই রকম তথ্য আমার জানা নেই। এই তথ্য জেনে তারপরেই জানাবেন তিনি।

     

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি।