কম সাধ্যে বড় স্বপ্ন গোবিন্দ পুর নবারুণ সংঘের এ বছর অল্প খরচে থিম করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে,সেই সাথে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুরস্কারও পেয়েছেন

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের গোয়ানারা গোবিন্দ পুর নবারুণ সংঘের এবারের থিম বাংলার সভ্য সংস্কৃতি তুলে ধরা হয়েছে। একাধিক জিনিস দিয়ে মন্ডপের চারিদিক সাজিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে লাইটিং যা রাতের বেলা অন্য এক দৃশ্য তুলে ধরে এ দর্শকদের কাছে। কম সাধ্যে বড় স্বপ্ন অল্প খরচে কাপড়ের উপর প্রিন্টের দেব দেবীর ছবি লাগিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছে এই পূজা মন্ডপের উদ্যোক্তারা সেই সাথে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুরস্কার ও পেয়েছেন। ঢলে ঢলে মানুষের ভিড় উপচে পড়বে আগের বছরগুলি থেকেও বেশি এমনটাই মনে করছেন ওই পুজো কমিটির সভাপতি অরুময় গায়েন ও সেক্রেটারি মিঠুন পাইক। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের অন্যান্য পুজো কমিটিগুলির থেকে একটু অন্য আঙ্গিকে তুলে ধরা হয়েছে, এই পূজা মন্ডপটিকে। পরিবেশকে সুস্থ ও সচেতন রাখতে এই জিনিস দিয়েই মন্ডপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির উদ্যোক্তারা।