|
---|
বাবলু হাসান লস্কর: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া কুলতলীর জামতলা ব্যাস্ততম বাজারে সিপিআইএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে বুকস্টল উদ্বোধন । দীর্ঘ দিন যাবত দক্ষিণ চব্বিশ পরগনায়, সিপিআইএম রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সংখ্যা অনান্য জেলার তুলনায় অনেক বেশি ছিল। বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিজেদের সংগঠনের আরো অধিক শ্রী বৃদ্ধি করার লক্ষ্য নিয়েই এমনই কর্মসূচি সিপিআইএমের।
পশ্চিমবঙ্গের গাঙ্গেয় তীর্থভূমিতে শ্রী শ্রী দূর্গা মায়ের দর্শন করতে আসা বাঙালি বাবুরা সিপিআই এমের দলীয় বুকস্টলে আসা মানুষের হাতে দলীয় পুস্তক তুলে দেওয়া হয়।আর এই মুহূর্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী, জেলা কমিটির সদস্য অপূর্ব প্রামাণিক,কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল সহ একাধিক রাজনৈতিক নেতা কর্মী।