সুন্দরবনে প্রবেশের থাকছেনা আর বাধা 

বাবলু হাসান লস্কর সুন্দরবন : ভ্রমণ পিপাসুদের জন্য বনদপ্তরের বিশেষ উদ্যোগ। এবার থেকে অতি সহজে পৌঁছে যাওয়া যাবে সুন্দরবনে। দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তরের বিশেষ উদ্যোগ গ্রহণ করল ১লা ডিসেম্বর থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার সংরক্ষিত বনাঞ্চলের রায়দিঘি রেঞ্জের কুলতলী বিট অফিসের কৈখালী থেকে সুন্দরবনের বেঙ্গল ও টাইগার জঙ্গলে যাওয়ার পাস পারমিশন দেওয়া শুরু করলো ।

    দীর্ঘদিন যাবত কুলতলি ফরেস্ট অফিসের কৈখালী ঘাট থেকে দক্ষিণ ২৪ পরগনা সংরক্ষিত বনাঞ্চল-বেঙ্গলের বনি ও কলস ক্যাম্পে যাওয়া যেতো এতেই সমস্যায় পড়তো কুলতলির পিয়ালী গঙ্গার ঘাট কৈখালী ও নলগোঁড়ার আসা পর্যটকরা।এই মুহূর্তে কুলতলীর কৈখালী থেকে বৈধ কাগজ দেখিয়ে পাস নিয়ে যাওয়া যাবে দোবাকি সুধর্ণ্যখালী সজনেখালী বুড়ির ডাবরি নেতিধোপানি সহ বেঙ্গলের সমস্ত জায়গায়।কুলতলিতে পাশ দেওয়ায় বনদপ্তরের নেচার গাইডরা বেজায় খুশি। তাদের কথায় ইতিপূর্বে কেবল আমরা বেঙ্গলে যেতে পারতাম এবং আমাদেরকে পর্যটকরা সেভাবে সম্মান করত না- আজ থেকেই সুন্দরবনের সমস্ত জায়গায় আমরা যেতে পারবে। খুবই খুশি কুলতলীর কৈখালী পিয়ালী নলগোঁড়ার রায়দিঘী ও গঙ্গার ঘাটের নৌকার মালিক সহ লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের কথায় এতেই আমরা খুবই উপকৃত হব। কলকাতা থেকে পর্যটকরা জয়নগর কিম্বা দক্ষিণ বারাসাতে থেকে জামতলা হয়ে কৈখালী অতি সহজেই সুন্দরবনের যে কোন স্থানে যেতে পারা যাবে।