|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছিল এই বছর। নির্দিষ্ট করোনা বিধি মেনে এই মেলার আয়োজন করা হয়। রাজ্যের চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছেন একটি চিঠির মাধ্যমে।
এই চিঠিতে তিনি লিখেছেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ প্রশাসন, সিভিক ভলেন্টিয়ার, এনজিও , স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে মেলা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য। নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে এই মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় যারা যোগদান করেছিলেন তাদেরকে অভিনন্দন।
করোনা সংক্রমণ যখন ক্রমশ ঊর্ধ্বমুখী রাজ্যে সেই সময় এই মেলার আয়োজন নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। তবে সব রকম স্বাস্থ্যবিধি মেনে এই মেলার আয়োজন করা হয়। প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা সব সময় সজাগ ছিলেন মেলায় যাতে বেশি মানুষের জনসমাগম না হয়।