হরিশ্চন্দ্রপুরে ১০ টি ঘর আগুনে পুড়ে ছাই

 

    হরিশ্চন্দ্রপুর,৬ মার্চ, মহ: নাজিম আক্তার:
    হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল জিপির মিসকিনপুর গ্রামে চারটি পরিবার সহ নগদ দেড় লক্ষ টাকা আগুনে পুড়ে ছাই। অগ্নিকাণ্ডটি ঘটেছে সোমবার একটা নাগাদ। ক্ষতিগ্রস্ত হয়েছে হবিবুর ইসলাম সহ তার তিন ছেলে জিন্নাতুল ইসলাম, মুকসেদ আলি ও মুজাহিদ আলির পরিবার। তাঁরা সর্বস্ব হারিয়ে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছে।এই লকডাউন সংকটময় পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় কোথায় পাবে টাকা তা চিন্তায় কপালে ভাঁজ পরেছে।

    জানা যায় হবিবুরের ছেলে জিন্নাতুল ইসলামের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে আশেপাশের ঘরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে হাত লাগালেও দমকল ইঞ্জিন আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

    জিন্নাতুল জানান এদিন তিন ভাই মাঠে কাজ করছিল। বাড়ির পাশে গ্রামেরই এক চাষী গমের খড়ে আগুন লাগালে তার স্ত্রী রান্নাঘর ছেড়ে গোরু আনতে মাঠে চলে যায়। ইতিমধ্যে রান্না ঘরের আগুনে ৪ পরিবারের ১০টি ঘর আগুননে পুড়ে ছাই হয়ে যায়।
    মুহুর্তের মধ্যে আসবাবপত্র, বিছানাপত্র, জামা কাপড়,
    স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক্স পণ্য,ধান-চাল সহ নগদ দেড় লক্ষ টাকার পুড়ে ছাই হয়ে যায় বলে জানান।

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পলিথিন, কাপড়-চোপড়, চাল,ডাল দিয়ে সাহায্য করেন। সরকারি পক্ষ থেকে সব রকমের সাহায্য করে দেওয়ার আশ্বাসও দেন।