|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল: ০৬ এপ্রিল
মালদহের চাঁচল থানার উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিলি হলো সোমবার। এদিন চাঁচল এলাকার জালালপুর মাদ্রাসা প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ শিবির করা হয়। জালালপুর ও পাশাপাশি এলাকার দুস্থদের চিহ্নিত করে ২৫০ জনকে চাল,আলু ও ডাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আই সি সুকুমার ঘোষ। লকডাউনে কর্মহীন অনেক গ্রাম্য দিনমজুর, তাই এই উদ্যোগ বলে পুলিশ জানিয়েছে।