তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই-মরশুমের প্রথম ট্রিপে অধরা ইলিশ

নবাব মল্লিক, সাগর: মৌসুমী বায়ুর অভাবে সুপার ফ্লপ মরশুমের প্রথম ইলিশ অভিযান। সামান্য কয়েক কেজি ইলিশ জালে পুরেই ফিরতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েক হাজার ট্রলারকে।

    মূলত গভীর সমুদ্রে নিম্নচাপ ও ঝড়ো হাওয়া থাকার কারণে ট্রলার গুলি উপকূলে ফিরতে শুরু করেছে। আর সে কারণেই ইলিশের মরশুমের প্রথম টিপেই লোকসানে পড়েছেন মৎস্যজীবীরা। মরশুমের প্রথম ৩ দিনে বহু ট্রলার উপকূলে ফিরে এলেও দেখা নেই ইলিশের।

    এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় মাইতি জানান, “এখন ভরা কটাল থাকার কারণে সমুদ্রে জাল টানতে অসুবিধা হচ্ছে। এছাড়াও সমুদ্রে ঝড়ো হাওয়া থাকার কারণে সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। আর সে কারণেই ট্রলার গুলি আবারও উপকূলে ফিরে আসছে।”

    ভরা কোটালে…সমুদ্রে জাল টানতে প্রবল অসুবিধা। গোদের উপর বিষফোঁড়ার মত দেখা নেই মৌসুমী বায়ুর। ঝাঁকের ইলিশ তাই ফাঁকি দিয়ে গেল মরশুমের প্রথম অভিযানে। উত্তর ছুঁয়ে বর্ষা কয়েকদিনেই দক্ষিণ ভাসাবে–এই আশা নিয়েই এখন রুপোলি শস্যের ডানায় লাভের অঙ্ক কষতে ব্যস্ত মৎস্যজীবীরা।