|
---|
নিজস্ব সংবাদদাতা : তিরন্দাজিতে ইতিহাস তৈরী করলো ভারতের মহিলারা। জার্মানির বার্লিনে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে এই প্রথম বার সোনা জিতল ভারতীয় মহিলা দল।
তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় ইতি পূর্বে ভারত কখনও সোনা জিততে পারেনি। ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচন্দ স্বামী।
ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছেন মেক্সিকোকে।