বার্মিজ সেনার নৃশংসতার ছবি তুলে ধরলেন নাসা

নতুন গতি নিউজ ডেস্ক: পুড়ে খাক গ্রামের পর গ্রাম। গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার ঘর। গাছের তলায় রাস্তার ধারে দিন কাটাচ্ছে সেনাশাসিত মায়ানমারের বাসিন্দারা। জুন্টার এমনই নৃশংসতার ছবি তুলে ধরলো নাসা।

    মায়ানমারের মানবাধিকার সংক্রান্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রু তীব্র নিন্দা কদে জানিয়েছেন সন্ত্রাসের রাজত্ব চলছে।

    উল্লেখ্য, ২০২১ সালে মায়ানমারে মসনদ দখল করে ‘টাটমাদাও’ বা বার্মিজ সেনা। তারপর থেকেই সামরিক জুন্টার বিরুদ্ধে চলছে প্রতিবাদ। একটি রিপোর্টের দাবি গত একবছরে বিক্ষোভ দমনের নামে সাধারণ মানুষের ৪ হাজার ৫০০টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বার্মিজ সেনা।