হরিপাল হড়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মনোরম অনুষ্ঠান

শেখ সিরাজ : ২২শে শ্রাবণ (৮ আগষ্ট) মঙ্গলবার হুগলীর হারিপাল ব্লকের হড়া সরস্বতী ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবসে অনুষ্ঠিত হলো একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান । হড়া “মৃন্ময়ীর সংসারের ” উদ্যোগে আয়োজিত মনোরম অনুষ্ঠানটি কবির প্রতিকৃতিতে মল্যাদানের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তারাপদ ধল। এছাড়াও সংগীত পরিবেশন করেন তনুশ্রী সেন, সন্দীপ সিংহ, বাণী চ্যাটার্জি, অর্ঘ্য দাস, সায়না কোলে, সংস্কৃতি অধিকারী প্রমুখ।

    আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করেন শেখ সিরাজ, জোৎস্না হালদার, রাসমণি ব্যানার্জি,ডঃ দেবপ্রসন্ন বিশ্বাস, কোহেলী ঘোষ, বন্দনা মালিক,সৌমিক দাস (শিশুশিল্পী), অভিজিৎ পাত্র সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিশিষ্ট কবি সুস্মিতা দাসের ” তোমায় যা বলা হয়নি” কাব্যগ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।রবীন্দ্রনাথের জীবনী ও কবিতা ও গান নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অজিত কুমার কোলে , “মৃন্ময়ীর সংসারের” আহ্বায়ক কবি সুস্মিতা দাস প্রমুখ। সবশেষে লক্ষিরানী দাস, গনেশ দাস সকলকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বিদ্যুৎ চক্রবর্তী।