নিজের গড়ে লজ্জাজনক হার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের

নতুন গতি নিউজ ডেস্ক: প্রভাব ফেলতে পারল না বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাপট। ভাটপাড়া মুখ থুবরে পড়লেন গেরুয়া শিবির। ভাটপাড়া পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই জয়ী তৃণমূল। এই লজ্জাজনক হারের পর প্রশ্ন উঠেছে অর্জুন সিংয়ের নেতৃত্বের উপর।

    উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি, পুরভোটের দিন, বহিরাগতদের এলাকায় ঢোকানো, ইভিএম মেশিন ভাঙচুর ও তাঁকে ঘিরে ইট বৃষ্টির অভিযোগে রাস্তায় নামেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে।

    এর আগে, দলত্যাগ করেন অর্জুনের ভাইপো সৌরভ সিং, ভগ্নিপতি সুনীল সিং ও তাঁর ছেলে আদিত্য সিং। তিনজনেই বিজেপির তরফে এ বার পুরভোটে টিকিট পেয়েছিলেন। কিন্তু বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ জানিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাঁরা।