|
---|
দিনাজপুর: বয়সের ভারে জরাজীর্ণ আফছার আলী মণ্ডল ও চেরিমন বিবি। বার্ধক্যজনিত নানা রোগও বাসা বাঁধে শরীরে। চিকিৎসা সেবা নেওয়া তো দূরের কথা, তিন বেলা খাবার জোটানোও তাদের কাছে কষ্টকর। তাই অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন কাটে এই বৃদ্ধ-বৃদ্ধা দম্পত্তির। অথচ জীবনের শেষ সময়ে একটু স্বচ্ছলতার আশায় বয়স্ক ভাতার জন্য বহুবার পঞ্চায়েতে আবেদন জানিয়েও সাড়া মেলেনি।
অতিকষ্টে কোনরকমে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ৬ নং দিওড় গ্রাম পঞ্চায়েতের আমুলবাড়ি গ্রামের আফছার আলী মণ্ডল ও চেরিমন বিবি। জানা যায়, আধার কার্ডের তথ্য অনুসারে আফছার আলীর বয়স ৭৪ বছর ও চেরিমন বিবির বয়স ৬৯ বছর। দুই ছেলে ও এক মেয়ে, বিয়ে হয়েছে তাদের। ছোট ছেলে পাগল। বড় ছেলে দিনমজুর। তারও অভাব অনটনের সংসার। পরিবার নিয়ে আলাদা থাকেন।
অভিযোগ একটি ভাতার জন্য দিনের পর দিন স্থানীয় নেতা, মেম্বার ও প্রধানের দ্বারে দ্বারে তারা ঘুরেছেন। আশ্বাস পেয়েছেন, কিন্তু কোন কাজ হয়নি। আক্ষেপ এই বৃদ্ধ-বৃদ্ধার। তাই হতাশায় বয়স্ক ভাতার স্বপ্ন দেখাও তারা ছেড়ে দিয়েছেন। অসহায় জীবনের রসদ বলতে একমাত্র ওই রেশনের সামগ্রী।
এবিষয়ে আমাদের প্রতিনিধি নাজমুল সর্দারকে চেরিমন বিবি ও আফছার আলী মণ্ডল জানান