|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ভর্তি করা হয় মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন জখম স্ত্রী। ঘটনাটি মোথাবাড়ি থানার।
গঙ্গাপ্রসাদ কলোনি গ্রামে। পুলিশ জানিয়েছে জখম স্ত্রীর নাম পম্পি বিবি (২৫)। অভিযুক্ত স্বামীর নাম নাসিম হক (২৮)। আট বছর আগে তাঁদের সামাজিক মতে বিয়ে হয়। তাঁদের ২ পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁর ওপর অত্যাচার শুরু করে অভিযুক্ত স্বামী। কিছুদিন ধরে অভিযুক্ত নাসিম বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। মোবাইলের ঘন্টার পর ঘন্টা গল্প করে। প্রতিবাদ করতে গেলেই মারধর শুরু করে বলে অভিযোগ করেন স্ত্রী পম্পি। পম্পি জানান, এদিন সকালে পরোকীয়ার প্রতিবাদ করলে গেলে তাঁকে বাঁশ দিয়ে মারধর করে তাঁর স্বামী। নাক দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। তারপর প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।