|
---|
সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: কেটে গেছে দশদিন। ভয়াবহতা কমা তো দূর অস্ত ! দিন দিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়ছে। ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ-পরিস্থিতি। প্রচুর ভারতীয় আটকে পড়েছে ইউক্রেনে। এই অবস্থায় শান্তির দাবিতে মেদিনীপুর শহরের নাগরিক বৃন্দের উদ্যোগে “যুদ্ধ নয় শান্তি চায়” “আমরা মানবতার পক্ষে” ব্যানারে মিছিল হলো মেদিনীপুর শহরের রাজপথে। এদিন মেদিনীপুর কলেজ মোড় থেকে মিছিল শুরু হয়ে কালেক্টরেট মোড় হয়ে গান্ধী স্ট্যাচুর নিকট শেষ হয়। মেদিনীপুরের বিশিষ্ট সমাজকর্মী তথা লেখিকা রোশেনারা খান, মিছিলের মূল উদ্যোক্তা সঙ্গীতা সিংহ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড ও মোমবাতি হাতে নিয়ে আজকের এই পদযাত্রায় পা মেলান।
বিশিষ্ট সমাজকর্মী তথা লেখিকা রোশেনারা খান বলেন, আমরা কেউ যুদ্ধ চাইনা, আমরা সবাই শান্তি চায়। একবিংশ শতাব্দীতে সভ্য সমাজে যুদ্ধ জিনিসটা না থাকলেই ভালো । আদিম যুগের মত যুদ্ধ দিয়ে এলাকা দখল করাটা সভ্য সমাজে বেমানান। মেদিনীপুরের নাগরিক তথা আজকের মিছিলের মূল উদ্যোক্তা সঙ্গীতা সিংহ বলেন যুদ্ধ মানেই ধ্বংস, যেটা কখনই কাম্য নয়। আমরা সকলেই বিশ্ব মানবতার পক্ষে। তিনি উপস্থিত সকল সকল নাগরিককে মিছিলে হাঁটার জন্য ধন্যবাদ জানান।