|
---|
সেখ মহম্মদ ইমরান, কেশপুর:জেঠুর অন্তোষ্টিক্রিয়ায় কেশপুরের গ্রামের বাড়িতে তারকা সাংসদ দীপক অধিকারী দেব। শনিবার দুপুরে দেবের জেঠু তারাপদ অধিকারীর গ্রামের বাড়ি মহিষদায় শেষকৃত্য সম্পন্ন হলো। বাড়ি থেকে কিছুটা দূরে আগাগোড়া উপস্থিত থেকে শেষকৃত্য শেষ করেন দেব।
জানা গেছে, শুক্রবার দুপুরে তারাপদ অধিকারী গ্রামের বাড়িতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।
রোজগারের আশায় তারাপদ অধিকারী মুম্বাই শুটিং ফ্লোরের একটি স্থানে ক্যান্টিন ব্যবসায়ীর সঙ্গে কাজ করতেন। পরে নিজেও ক্যান্টিন খুলেছিলেন সেখানে তিনি। জেঠুর বাবা গুরুপদ অধিকারী প্রথম মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন এই তারাপদ অধিকারীর হাত ধরে। বাবা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ও ক্যাটারিং ব্যবসার সঙ্গে সংযোগ করতে থাকেন। সেখান থেকেই দেবের অভিনয় জগতে প্রবেশ ঘটে।
শনিবার দুপুর আড়াইটা নাগাদ কেশপুরের মহিসদা গ্রামে হাজির হয় দেব। তার আসার খবর পেয়ে এলাকার মানুষজন ভিড় করেন তার গ্রামের বাড়িতে।