আইডিয়াল পাবলিক স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রহমতুল্লাহ, রঘুনাথগঞ্জ : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার নতুনগঞ্জে বিশ্বাস এডুকেশনাল ট্রাস্ট এর পরিচালনায় অনুষ্ঠিত হলো আইডিয়াল পাবলিক স্কুলের শুভ উদ্বোধন এবং স্বেচ্ছায় রক্তদান শিবির সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ডা: ভোলানাথ পান্ডে, এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীত ইত্যাদি ছিল চোখে পড়ার মতো। অত্র বেসরকারি শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মিলে এবং এলাকাবাসী সহ প্রায় ৭৭ জন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। আইডিয়াল পাবলিক স্কুলের কর্ণধার ইয়া রাজ্জাক বিশ্বাস জানান আমাদের এই এলাকায় এই প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো যেখানে অনেকেই এগিয়ে এসেছে রক্তদানে আমাদের এই কর্মসূচি প্রতি বছরই থাকবে।বিশিষ্টদের মাঝে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ১নং ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মোঃ আবু তায়েব, জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অবিনাশ কুমার, রঘুনাথগঞ্জের আই,সি পার্থ ঘোষ, আকবর রহমান, ফারুক আহমেদ, রবিউল বিশ্বাস, রফিকুল বিশ্বাস, রহমতুল্লাহ বিশ্বাস প্ৰমুখ। সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নিউ লাইফ ওয়েলফেয়ার স্বেচ্ছাসেবী সংগঠন।